টেস্ট ক্যারিয়ারের ১ম শতক পূর্ণ করলেন মেহেদী হাসান মিরাজ।
সকালে রোচ-গ্যাব্রিয়েলকে সামলিয়ে স্পিনে সুইপ,লেট- কাট,সোজা ব্যাটে ডিফেন্স"-যেন একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান মিরাজকে ফিরে পেলাম।
মিরাজের ব্যাটসম্যান সত্তা নিয়ে সংশয় ছিলো না,শুধু সত্তাটাকে হারিয়ে ফিরছিলেন। আজ সাগরিকায় যে ব্যাটসম্যান মিরাজের উত্থান,এখান থেকেই যেন শুরু হয় একজন পারফেক্ট অলরাউন্ডারের পথচলা।
অভিনন্দন ও শুভকামনা মেহেদী হাসান মিরাজ
0 comments:
Post a Comment