Sunday, October 12, 2014

আকন্দ গাছের ভেষজ গুণ


RK ডেস্ক:
শ্বাসকষ্ট দূর করতে ভেষজ ওষুধ বেশ কার্যকর। ১৪টি আকন্দফুলের মাঝখানের চৌকো অংশটুকু নিয়ে তার সাথে ২১টি গোলমরিচ একসাথে বেটে ২১টি বড়ি তৈরি করতে হবে। এবার প্রতিদিন সকালে একটি করে বড়ি পানি দিয়ে গিলে খেতে হবে ২১ দিন। এতে শ্বাসকষ্ট থাকবে না। এই ওষুধ খাওয়ার সময় পথ্য হিসেবে এক গ্লাস দুধ খেলে আরো বেশি উপকার পাওয়া যায়। অথবা শ্বাসকষ্টের জন্য আকন্দের মূল দিয়ে তৈরি আরো একটি পথ্য বানিয়ে খাওয়া যেতে পারে। আকন্দের মূল শুকিয়ে গুঁড়ো করে ওই গাছের পাতার আঠা দিয়ে মেখে মেখে বড়ি বানাতে হবে। এই বড়ি প্রতিদিন একটি করে খেলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায়। এ ছাড়া পাঁচড়া বা একজিমার ক্ষেত্রে আকন্দের আঠার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করতে হবে। এই গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে পাঁচড়ায় লাগালে পাঁচড়া সেরে যায়।

সুত্র: ইন্টারনেট।

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys