বহুবিধ
গুণের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নিমকে
‘একুশ শতকের বৃক্ষ’ হিসাবে ঘোষণা দিয়েছে
নিচে
নিমের কিছু গুণের কথা উল্লেখ করা হল-
* নিমপাতা
ভেজে খেলে হাম, বসন্ত, চুলকানি পাঁচড়া হয় না ।
* যাদের বদহজম সমস্যা আছে, তারা রাতে দু-তিন টুকরা নিম গাছের ছাল আধ গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে বাসি পেটে নিয়মিত সাতদিন খেলে বদহজম নিরাময় হয় ।
* ডায়াবেটিস রোগীরা সকালে ৮-১০টা নিমপাতা চার-পাঁচটা গোল মরিচসহ চিবিয়ে খেলে রক্তের শর্করা কমে ।
* পাঁচ-ছয় ফোঁটা নিমপাতার রসের সাথে অল্প দুধ মিশিয়ে খেলে চোখে ঝাপসা দেখা ও ছানি পড়া কমে ।
* লিভারে ব্যথা হলে চার-পাঁচটা নিমপাতার রস, সামান্য কাঁচা হলুদ, আধ চামচ আমলকীর গুঁড়া একত্রে মিশিয়ে খেলে লিভারের ব্যথা কমে।
* ফোঁড়া
পাকাতে নিমের ছাল বাটা লাগালে কাজ হয়।
* যাদের গায়ে চর্মরোগ আছে, তারা নিমপাতা পানিতে দিয়ে সেদ্ধ করে এ পানি দিয়ে গা মোছালে চর্মরোগ ভাল হয়।
* নিমগাছের ছায়ায় বসে নিমপাতার হাওয়া গায়ে লাগালে বহু রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
* জলবসন্ত রোগীকে নিমপাতার উপর শোয়ালে বা বিছানায় নিমপাতা বিছিয়ে দিয়ে শোয়ালে বসন্ত ওঠার সময় যে জ্বালা-যন্ত্রণা হয়, তা কমে যায় ।
সূত্র: ইন্টারনেট
0 comments:
Post a Comment