Sunday, September 21, 2014

নিম পাতার কিছু ঔষুধী গুনাগুন জেনে নিন


নিম
হচ্ছে একটি ভেষজ বৃক্ষ। নিমের নানাবিধ গুণের কথা আমরা কমবেশি জানি। প্রাণী উদ্ভিদের জন্য এমন উপকারী বৃক্ষ আজ অবধি বোধ হয় দ্বিতীয়টি আবিস্কৃত হয়নি
বহুবিধ গুণের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নিমকেএকুশ শতকের বৃক্ষহিসাবে ঘোষণা দিয়েছে

নিচে নিমের কিছু গুণের কথা উল্লেখ করা হল-
* নিমপাতা ভেজে খেলে হাম, বসন্ত, চুলকানি পাঁচড়া হয় না

* যাদের বদহজম সমস্যা আছে, তারা রাতে দু-তিন টুকরা নিম গাছের ছাল আধ গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে বাসি পেটে নিয়মিত সাতদিন খেলে বদহজম নিরাময় হয়

* ডায়াবেটিস রোগীরা সকালে -১০টা নিমপাতা চার-পাঁচটা গোল মরিচসহ চিবিয়ে খেলে রক্তের শর্করা কমে

* পাঁচ-ছয় ফোঁটা নিমপাতার রসের সাথে অল্প দুধ মিশিয়ে খেলে চোখে ঝাপসা দেখা ছানি পড়া কমে

* লিভারে ব্যথা হলে চার-পাঁচটা নিমপাতার রস, সামান্য কাঁচা হলুদ, আধ চামচ আমলকীর গুঁড়া একত্রে মিশিয়ে খেলে লিভারের ব্যথা কমে।

* ফোঁড়া পাকাতে নিমের ছাল বাটা লাগালে কাজ হয়।

* যাদের গায়ে চর্মরোগ আছে, তারা নিমপাতা পানিতে দিয়ে সেদ্ধ করে পানি দিয়ে গা মোছালে চর্মরোগ ভাল হয়।

* নিমগাছের ছায়ায় বসে নিমপাতার হাওয়া গায়ে লাগালে বহু রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

* জলবসন্ত রোগীকে নিমপাতার উপর শোয়ালে বা বিছানায় নিমপাতা বিছিয়ে দিয়ে শোয়ালে বসন্ত ওঠার সময় যে জ্বালা-যন্ত্রণা হয়, তা কমে যায়

সূত্র: ইন্টারনেট

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys