https://www.youtube.com/user/riponshagor/videos
ঘৃত-কুমারী, যা আমাদের কাছে এ্যলোভেরা নামেই বেশী পরিচিত। এর গুনের অভাব নেই বললেই চলে। এর গুণাগুণ সম্পর্কে আজ জেনে নেয়া যাক-
১. অলৌকিকভাবে ত্বককে সুরক্ষা দেয়:
রোদে পোড়া দাগ দূর করতে ঘৃত-কুমারীর রস লাগালে খুব দ্রুত সেরে যায়। গবেষণায় দেখা গেছে, ড্রেসিং এর তুলনায় ঘৃত-কুমারী বেশী দ্রুত কাজ করে পোড়া স্থানে। এতে যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, খনিজ ও ভিটামিন রয়েছে তা বিভিন্ন ধরনের দাগ দূর করতে সক্ষম। বিউটি এক্সপার্টরা বিভিন্ন উৎসবে ঘৃত-কুমারীকে বিভিন্ন কাজে ব্যাবহার করে।
২. মেক-আপ পরিষ্কার করতে:
চোখের মেক-আপ তোলার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিভিন্ন ধরনের মেক-আপ রিমুভার ত্বককে রুক্ষ করে তোলে। তাই, মেক-আপ তোলার সময় ঘৃত-কুমারীর ব্যাবহার করতে পারেন। একটি তুলার বল তৈরি করে তাতে ঘৃতকুমারীর আঠালো অংশ লাগিয়ে আসতে আসতে মেক-আপ তুলে নিতে পারেন।
৩. বরফের কিউব তৈরিতে:
একটি আইস কিউব ট্রে নিয়ে তাতে ঘৃতকুমারীর জেল নিয়ে ফ্রিজে রেখে দিন। এটি বরফে পরিণত হলে শরীরের বিভিন্ন রোদে পোড়া অংশে লাগিয়ে রাখুন। শুধু রোদে পোড়া দাগই নয়, যেকোনো দাগে এটি ব্যাবহার করতে পারেন। সকল প্রকার দাগ নিরাময় হয় ঘৃতকুমারীর জেলে।
৪. ফেস ওয়াশ হিসেবে:
এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেলের সাথে, এক চা চামচ বাদাম দুধ ও এক চা চামচ লেবুর রসের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। রুক্ষ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার জন্য এই দ্রবণটি অসাধারণ। বয়সের ছাপ দূর করতে এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেলের সাথে, ১ চা চামচ নারিকেল তেল মিশিয়ে হাত দিয়ে মুখে মেসাজ করুন। যখন হাত ও মুখের ত্বক গরম হয়ে যাবে তখন মুখ ধুয়ে ফেলুন।
৫. মুখের দুর্গন্ধ দূর করতে:
অনেকের মুখের দুর্গন্ধের কারনে নিজেকে অপমানিত বোধ করেন। তাই মুখের দুর্গন্ধ দূর করতে ব্যাবহার করুন ঘৃতকুমারী। একটি কাপে চার ভাগের এক ভাগ ঘৃতকুমারীর রসের সাথে আধা কাপ পানি বা আপেল জুস মিশিয়ে পান করুন। এতে খুব শীঘ্রই মুখের দুর্গন্ধ দূর হবে।
৬. পা ফাটা রোধ করতে:
পায়ের ফাটল দূর করতে ঘৃতকুমারীর ব্যাবহার করুন। আধা কাপ ওটমিল, আধা কাপ সফেদা, চার টেবিল চামচ ঘৃতকুমারীর জেল এবং আধা কাপ বডি লোসন এক সাথে মিশিয়ে পায়ে লাগান। তারপর, গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৭. রাতের ট্রিটমেন্ট:
রাতে ভালভাবে ঘুমানোর জন্য অনেকেই চোখে মাস্ক ব্যাবহার করেন। তাই, ঘৃতকুমারীর জেলের জুস বানিয়ে তার সাথে তিনটি শসার টুকরা ও ডিমের সাদা অংশ মিশিয়ে একটি মাস্ক তৈরি করে চোখে লাগিয়ে ঘুমাতে যেতে পারেন। এতে আপনার ত্বকেরও উপকার হবে এবং ঘুমও ভাল হবে।–সূত্র: প্রিভেনশন।
সম্পাদনা: ফাতেমা তুজ জোহুরা।
https://www.youtube.com/user/riponshagor/videos
সূত্র: সময়ের কন্ঠসর
ঘৃত-কুমারী, যা আমাদের কাছে এ্যলোভেরা নামেই বেশী পরিচিত। এর গুনের অভাব নেই বললেই চলে। এর গুণাগুণ সম্পর্কে আজ জেনে নেয়া যাক-
১. অলৌকিকভাবে ত্বককে সুরক্ষা দেয়:
রোদে পোড়া দাগ দূর করতে ঘৃত-কুমারীর রস লাগালে খুব দ্রুত সেরে যায়। গবেষণায় দেখা গেছে, ড্রেসিং এর তুলনায় ঘৃত-কুমারী বেশী দ্রুত কাজ করে পোড়া স্থানে। এতে যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, খনিজ ও ভিটামিন রয়েছে তা বিভিন্ন ধরনের দাগ দূর করতে সক্ষম। বিউটি এক্সপার্টরা বিভিন্ন উৎসবে ঘৃত-কুমারীকে বিভিন্ন কাজে ব্যাবহার করে।
২. মেক-আপ পরিষ্কার করতে:
চোখের মেক-আপ তোলার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিভিন্ন ধরনের মেক-আপ রিমুভার ত্বককে রুক্ষ করে তোলে। তাই, মেক-আপ তোলার সময় ঘৃত-কুমারীর ব্যাবহার করতে পারেন। একটি তুলার বল তৈরি করে তাতে ঘৃতকুমারীর আঠালো অংশ লাগিয়ে আসতে আসতে মেক-আপ তুলে নিতে পারেন।
৩. বরফের কিউব তৈরিতে:
একটি আইস কিউব ট্রে নিয়ে তাতে ঘৃতকুমারীর জেল নিয়ে ফ্রিজে রেখে দিন। এটি বরফে পরিণত হলে শরীরের বিভিন্ন রোদে পোড়া অংশে লাগিয়ে রাখুন। শুধু রোদে পোড়া দাগই নয়, যেকোনো দাগে এটি ব্যাবহার করতে পারেন। সকল প্রকার দাগ নিরাময় হয় ঘৃতকুমারীর জেলে।
৪. ফেস ওয়াশ হিসেবে:
এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেলের সাথে, এক চা চামচ বাদাম দুধ ও এক চা চামচ লেবুর রসের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। রুক্ষ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার জন্য এই দ্রবণটি অসাধারণ। বয়সের ছাপ দূর করতে এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেলের সাথে, ১ চা চামচ নারিকেল তেল মিশিয়ে হাত দিয়ে মুখে মেসাজ করুন। যখন হাত ও মুখের ত্বক গরম হয়ে যাবে তখন মুখ ধুয়ে ফেলুন।
৫. মুখের দুর্গন্ধ দূর করতে:
অনেকের মুখের দুর্গন্ধের কারনে নিজেকে অপমানিত বোধ করেন। তাই মুখের দুর্গন্ধ দূর করতে ব্যাবহার করুন ঘৃতকুমারী। একটি কাপে চার ভাগের এক ভাগ ঘৃতকুমারীর রসের সাথে আধা কাপ পানি বা আপেল জুস মিশিয়ে পান করুন। এতে খুব শীঘ্রই মুখের দুর্গন্ধ দূর হবে।
৬. পা ফাটা রোধ করতে:
পায়ের ফাটল দূর করতে ঘৃতকুমারীর ব্যাবহার করুন। আধা কাপ ওটমিল, আধা কাপ সফেদা, চার টেবিল চামচ ঘৃতকুমারীর জেল এবং আধা কাপ বডি লোসন এক সাথে মিশিয়ে পায়ে লাগান। তারপর, গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৭. রাতের ট্রিটমেন্ট:
রাতে ভালভাবে ঘুমানোর জন্য অনেকেই চোখে মাস্ক ব্যাবহার করেন। তাই, ঘৃতকুমারীর জেলের জুস বানিয়ে তার সাথে তিনটি শসার টুকরা ও ডিমের সাদা অংশ মিশিয়ে একটি মাস্ক তৈরি করে চোখে লাগিয়ে ঘুমাতে যেতে পারেন। এতে আপনার ত্বকেরও উপকার হবে এবং ঘুমও ভাল হবে।–সূত্র: প্রিভেনশন।
সম্পাদনা: ফাতেমা তুজ জোহুরা।
https://www.youtube.com/user/riponshagor/videos
সূত্র: সময়ের কন্ঠসর
0 comments:
Post a Comment