Thursday, January 15, 2015

মশার হাত থেকে বাঁচুন প্রাকৃতিক উপায়ে


এখন গ্রীষ্মকাল। যতই দিন যাচ্ছে গরম আরও বেড়েই চলছে। আর সেই সাথে বাড়ছে মশার উপদ্রব। শুধু তাই নয়, এতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপও বেড়ে যাবে অনেক বেশি। মশা মারতে তাই কামান দাগানোর মতো বাড়ছে নানা আয়োজন।

বর্তমানে মশা থেকে বাঁচতে মানুষ ব্যবহার করছে কয়েল, অ্যারোসল, ভ্যাপোরাইসার, ম্যাটসহ আরও অনেক কিছু। ‍আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ ও ইন্টারনেট সায়েন্স পাবলিকেশন্স- এ প্রকাশিত গবেষণাপত্রেও কয়েল, অ্যারোসলসহ মশা নিরোধক বিভিন্ন পণ্যের ক্ষতিকর দিকই উঠে এসেছে। তাই এসব ক্ষতির কথা বিবেচনা করে মশা নিরোধে বিকল্প ব্যবস্থা গ্রহণ ও মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন

এ ব্যাপারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি)  বাংলাদেশের  ক্লিনিক্যাল সায়েন্স ডিভিশনের প্রধান বিজ্ঞানি ড. শফিকুল এ. সরকার  বলেন,  মশা তাড়াতে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক বেশি কার্যকর ও নিরাপদ।

তিনি প্রাকৃতিকভাবে মশা তাড়ানোর কিছু টিপস দিয়েছেন-

নিম তেল: নারকেল তেলের সাথে নিমের তেল ভালভাবে মিশিয়ে গায়ে দিলে মশা আট ঘন্টা আর জ্বালাবে না।

কর্পূর: রুমে কর্পূর জ্বালিয়ে বিশ মিনিট রাখলে মশা পালিয়ে যাবে।

তুলসি: জালানার পাশেই তুলসি গাছ লাগালে এটি মশা তাড়াতে সাহায্য করবে অনেক বেশি।

রসুন: রসুনকে পানিতে ফুটিয়ে ফুটন্ত পানি রুমের চারদিকে ছিটিয়ে দিলে মশা আর থাকবে না।

চা গাছের তেল: এই তেল স্প্রে করে ঘরের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে মশা আর থাকবে না।

ল্যাভেন্ডার: এটা এমন এক প্রকার সুগন্ধি গাছ, যেটা শুধু গন্ধই ছড়াবে না মশাও তাড়াতে সাহায্য করবে। এর কয়েক ফোটা তেলের সাথে মিশিয়ে শরীরে মাখলে মশা আর কামড়াবে না।

এছাড়া ঝোপঝাড়, ফুলের টব, নালা পরিষ্কার রাখলেও মশার বংশ বৃদ্ধি কম হয় বলেও জানান তিনি।

সূত্র: banglanewslive.com

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys