সব মানুষের মুখে লোম হয়ে থাকে, তবে কারও লোমের ঘনত্ব থাকে বেশি আবার কারো কম। কিন্তু কম কিংবা বেশি যেমনই হোক না কেন এই লোম সৌন্দর্য কিছুটা হলেও কমিয়ে দেয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো অবশ্যই। তাই অনেক নারীই পার্লারে গিয়ে থ্রেডিং করে থাকেন, কিন্তু সবার ত্বক একরকম না হওয়ায় অনেকেরই থ্রেডিং করতে গেলে সমস্যায় পড়তে হয়। তাই আজ ঘরোয়া উপায়ে লোমের ঘনত্ব কমিয়ে আনতে দেয়া হল সহজ টিপস।
01. প্রথমেই মনে রাখা উচিত ঘরোয়া পদ্ধতিতে মুখের লোম তোলা যায়না কিন্তু কমাতে সাহায্য করে। তবে তাতে অবশ্যই সময় বেশি লাগবে এবং আপনাকে নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে।
02. পরিমান মত চিনি ও লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
03. প্রতি সপ্তাহে ২-৩ বার এই পেস্ট ব্যবহার করুন।
04. হলুদগুঁড়ো এবং দুধের মিশ্রণ বানিয়েও মুখে লাগাতে পারেন। সার্কুলার মোশনে হালকা করে মুখের ওপরে ঘষুন। এতে লোমের গ্রোথ কমে যায়।
কৃতজ্ঞতা: রূপ বিশেষজ্ঞ শেহনাজ হুসেন
সূত্র: প্রিয় লাইফ



December 08, 2014

Posted in:
0 comments:
Post a Comment