Friday, September 19, 2014

ত্বকের যত্নে ভিনেগারের ব্যবহার



ভিনেগারের সাধারণ ব্যবহার সম্পর্কে আমরা জানলেও রূপচর্চায় এর ব্যবহার সম্পর্কে হয়তো জানি না। বহুমুখী গুণসম্পন্ন এই ভিনেগার ত্বকে ব্রণ ওঠা প্রতিরোধ করে, নেইল পলিশকে দীর্ঘস্থায়ী করে থাকে। কাজে লাগতে পারে আপনার ফেসিয়ালে, ত্বককে বাঁচায় রোদে পোড়া ক্ষতির হাত থেকে, দূর করে খুসকিও। আসুন জেনে নিই রূপচর্চায় ভিনেগারের এমনই বহুবিধ ভিন্ন ভিন্ন ব্যবহার সম্পর্কে
 
উজ্জ্বলতা রক্ষার্থে :
সমস্ত শরীরের উজ্জ্বলতা রক্ষার্থে এই ভিনেগার বেশ কার্যকর। এর জন্য বাথটাবে নির্দিষ্ট পরিমাণ হালকা গরম পানির ভেতরে প্রায় ছটাক অ্যাপেল সাইডার ভিনেগার দিন এবং এর মধ্যে ১৫ মিনিট শরীরটাকে ভিজিয়ে রাখুন। শরীরের ত্বকের বিভিন্ন স্থানের রঙের ভারসাম্য রক্ষার্থে সাহায্য করে থাকে
 
চুলের যত্নে :
চুলের যত্নে ভিনেগার বেশ উপকারী। এর জন্য এক কাপ পানিতে টেবিলচামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। চুল পরিস্কারের পর এই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলে ব্যবহার করলে তা কন্ডিশনারের কাজ করে। ফলে চুল ঝলমলে আর প্রাণবন্ত হয়ে ওঠে
 
ফেসিয়াল টোনার :
রান্নার কাজে ব্যবহার্য এই ভিনেগার ফেসিয়াল টোনার হিসেবেও কাজ করে। এর জন্য কাপ পানিতে এক টেবিলচামচ অ্যাপেল সাইডার ভিনেগার দিন। এতে সুতি কাপড় ভিজিয়ে তা মুখে লাগান। শুকিয়ে টানটান না হওয়া পর্যন্ত ধুয়ে ফেলবেন না। অ্যাপেল সিডার ভিনেগারে প্রাকৃতিক আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক করে ছিদ্রপথ পরিস্কার করে
 
রোদে পোড়া থেকে ত্বককে বাঁচায় :
রোদে পোড়ার কারণে ত্বকে বিভিন্ন দাগ পড়ে যায়। এই দাগগুলো দূর করতে ভিনেগারের ব্যবহার বেশ ফলদায়ক। এর জন্য কাপ পানির ভেতরেও / কাপ ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটিতে একটি পরিস্কার কাপড় ভিজিয়ে তা পোড়া দাগে ব্যবহার করুন। অ্যাপেল সাইডার ভিনেগার ত্বকের পিএইচ এর ভারসাম্যকে রক্ষা করে এবং ত্বকের পোড়া দাগ দূর করে ফেলে
 
খুসকি দূর করে :
মাথার খুসকি নিরাময়েও ভিনেগার বেশ সহায়ক ভূমিকা রাখে। কেননা এতে থাকা প্রাকৃতিক অ্যান্টি ফাংগাল উপাদান খুসকি দূর করে ফেলে। এর জন্য ভিনেগার এবং পানির তৈরি একটি মিশ্রণ শ্যাম্পু করার আগে মাথার তালুতে ভালোভাবে ম্যাসেজ করুন। প্রয়োজনে শ্যাম্পুর সাথেও ভিনেগার মিশিয়ে নিন। এর ফলে ভালো ফল পাওয়া যাবে
 
পায়ের দুর্গন্ধ দূর করতে :
অনেকের পায়ে বাজে ধরনের দুর্গন্ধ হয়ে থাকে। এটি ব্যাকটেরিয়া বা ফাংগাসের কারণে হয়ে থাকে। এই দুর্গন্ধ দূর করতেও ভিনেগার অত্যন্ত উপকারী। এর জন্য কাপ পানিতে এক কাপ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটিতে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপরে পা পরিস্কারভাবে ভালো পানিতে ধুয়ে ফেলুন এবং দুর্গন্ধমুক্ত পায়ের অধিকারী হন
 
ত্বকের কালো দাগ দূর করে :
ত্বকে অনেক সময় বিভিন্ন ধরনের কালশিটে দাগ হয়ে থাকে। এই ধরনের দাগ দূর করতে ভিনেগার অত্যন্ত উপকারী। এর জন্য সুতি কাপড় বা তুলাতে ভিনেগার ভিজিয়ে ত্বকের কালো অংশে লাগিয়ে রাখুন। এক ঘন্টা পরে তা ধুয়ে ফেলুন

সূত্র: প্রিয় লাইফ

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys